"""""""""""""""""""""
শরৎ এর মেঘমালা
চলে উড়ে উড়ে
উড়তে উড়তে চলল সে যে
কোন সে অচিন পুরে....
তাই না দেখে ছোট্ট খুকি
দিয়ে সেথায় উঁকি-ঝুঁকি
মেঘ কে ডেকে বলে!
আমায় সাথে নেবে কি গো?
রাত ভোর হলে...
মেঘ যে তখন মুখ বাড়িয়ে
বলছে ঢলে ঢলে
অচিন পুর বহুদূর
সাগর-নীলাচলে।।
খুকি বলল মুখ বাঁকিয়ে
যাবই আমি যাবই সেথা
মানবো না আর কোন কথা
এই যে আমি রাগ করে ভাই
বসলাম গাছের তলে।।