সেই কবে ভালবেসেছিলাম কৈশোরে
শ্যামল ছায়ার ভেতর পুকুরে পাড়
সেই ধুলোমাখা পল্লী পথ খানা ঘিরে
ঘন ঝোপঝাড় আর গাছের পাহাড়।।
আমার সেই কৈশোরে জোনাকির আলো
অরণ্য দেওদার ঘন ছায়া বৈশাখে
সেই কবে তোমায় বেসেছিলাম ভালো
কৈশোরে গ্রাম আজও ভেসে আছে চোখে।।