ঘরেতে বন্দি থেকেও শুনছি মৃত্যু আর ক্ষুধার আর্তনাদ
তুমি বন্ধু ত্রাণের চালও চুরি করে নিচ্ছ সুখের আস্বাদ??
দেখোনি কি? চোখের সামনে ঘুরছে মৃত্যুর দূত
এখনো করছো ধান্দা? কবে যে আর হবে বল বিবেকবোধ!!

বন্ধু হিসেবের খাতা, খতিয়ানের আজ বড় বেশি গরমিল
তাই দৈবাৎ আশার নিঃশ্বাসেই উড়ছে কুটিল বিষাক্ত চিল
পৃথিবী আজ উদ্ধত মৃত্যুর উল্লাসে হচ্ছে নিঃস্ব
হিমাচ্ছন্ন চোখে ঘন অন্ধকারে কাঁদে সারা বিশ্ব।।


ভেবো না বিধাতাও মেনে নেবে তোমারই ধূর্ত কুটিল কথা  
আজ করোনার চেয়েও কঠিন তোমার মিথ্যের বর্বরতা
এখনো সময় আছে বন্ধু ক্ষমা চাও তবে বিধাতার কাছে
এসেছে কঠিন সময়, জানো কি কে মরে কে বাঁচে?

সূর্য একদিন উদিত হবেই মেঘ ভয়ে হয়ো নাকো ভীত
জেনো, এ কঠিন ভয়াল মেঘ কেটে যাবে একদিন নিশ্চিত
কেটে যাবে এ আঁধার, রাত্রি আর থাকে কতক্ষণ!?
বাধা পেরিয়ে আমাদের হবেই জয়, যদি হই সচেতন।।


(খবরঃ- "ত্রাণের চাল বিতরণ না করে লুকিয়ে রেখেছে নিজস্ব গোডাউনে কিছু দুর্বৃত্ত নেতা।।" জানিনা কবে জাগবে এদের বিবেক? মৃত্যুর ভয় ও কি নেই এদের???)