আমার দিনগুলি আজ রাতের মতো
ক্লান্ত হয়ে একলা হারায় নদীর বাঁকে
আমার রাত গুলি আজ বড় বেশি আঁধার প্রবণ
জ্যোৎস্না গুলি হত্যা করে চাঁদের বুকে
আমার আকাশ গুলি আজকে রুদ্রনীলের কারাগারে
কষ্ট গুলয় নীল জড়িয়ে দরজা আঁটে
আমার বাতাস গুলি বড় বেশি কার্বন ঘেরা
ধুলো মাখা ময়লা উড়ায় পথে-ঘাটে
আমার স্বপ্ন গুলি আজ ঝড়ে আহত পাখির মতো
উড়তে না পেরে ডানাটা ঝাপটায় মনের ভিড়ে
আমার অরণ্য গুলি আজ প্রাণহীন কাঠের মত
প্রতি নিয়ত কয়লা হয় প্রেম আগুনে পুড়ে পুড়ে
আমার নদী গুলি সেই মরুর হাওয়ায় জড়িয়ে গেছে
বাঁকে বাঁকে ভরে আছে বালুর চরে
আমার পাহাড়গুলি বড় বেশি ঝুরঝুরে আজ
একটুখানি বৃষ্টি হলেই ভেঙে পড়ে
আমার হৃদয় এখন বড় বেশি কষ্ট প্রেমী
তাই কষ্ট পাই না কষ্ট তুমি দাও যত
আমি এখন কষ্ট পেতেই বড় বেশি ভালোবাসি
কষ্টও এখন দেয়না কেউ আর তোমার মত।।