কবি অ্যাডগার অ্যালান পোর, হেলেন এর মতো
তোমাকে খুঁজে পায়নি কোনদিন এ হৃদয়,
অথবা জীবনানন্দের, বনলতার মতো
মুখোমুখি বসার অবকাশ কোনদিন হবে কিনা জানিনা;
শুধু জেনে রেখো হে মেয়ে………
আমার হৃদয়ে এক ফোঁটা হাহাকার থেকে
জন্ম হতে পারে এক কুঠি কবিতার,
হোক তা বিরহের আঘাতে ঘেরা
হোক তা ধূসর মেঘের মতোই কালো;
হে মেয়ে তোমার দেয়া পবিত্র কষ্টগুলো কে
আমি জিইয়ে রাখি যত্ন করে বুকেরই বাঁ পাশে..
কারণ কষ্টগুলো আমায় কবি করে তুলে
কষ্ট আমায় কবিতা দেয়
হিরার টুকরার মত কবিতা।
হে মেয়ে পারলে আমাকে কষ্ট দাও আরো
পারলে আমাকে কষ্টের নদীতে
গলায় কলসি বেঁধে ডুবিয়ে দাও-
আমি কয়েক ফোটা কষ্ট জল
গলাধঃকরণ করে আসি……।
তারপর কবিতার রঙ ফিকে হয়ে গেলে
সেই অন্তিম ঊষার অস্ফুট আলোয়
শেষ হবে আমারও সব লেনদেন।।