কবিতাঃ- খেলা-২ (লিমেরিক)
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ০৮/০৭/২০
””””””””””””””””””””””””””
পৃথিবীময় আপন খেলায় মাতোয়ারা সবাই
খেলছি খেলা আত্মভোলা আমিও যে ভাই তাই,
দুনিয়াটাই রঙের খেলা
খেলতে খেলতে যায় যে বেলা
খেলা শেষে পালাবার আর পথ খুঁজে নাহি পাই।।