যদি আবার আমি আসি ফিরে এই পৃথিবী নীড়ে
হাজার বছর পরে  
হয়তো দূরে কোন নির্জন গ্রামে নিরলে নিভৃতে
আর যদি বা দেখা হয়ে যায় কোন অজুহাতে তোমার সাথে  
তাহলে কি পারবে চিনতে আমায় সেদিন তুমি??

হয়তো আমি সেদিন থাকবো একুশেরই তাগড়া যুবক
আর তুমি থাকবে সেই ষোড়শী নারী
ব্রহ্মপুত্রের তীরে কোন এক সন্ধ্যায়
আকাশ জুড়ে নিস্তব্ধতার কোলাহল
কাশফুলের আড়াল থেকে কোন এক যুবক
যদি এসে তোমার হাতটি ধরে বলে প্রিয়তমা,
তাহলে কি পারবে চিনতে আমায় সেদিন তুমি??

অথবা কোন এক খয়েরি রঙ ইটের শহরে
কোন এক লোকারণ্য নগরের ভিড়ে
তোমাকে যদি দেখি হেঁটে যাচ্ছ কোলাহল মাড়িয়ে
আমি যদি তাকিয়ে থাকি তোমার দিকে মুগ্ধ চোখে
তাহলে কি পারবে চিনতে আমায় সেদিন তুমি??