জীবনের নিয়মেই চলছে জীবন
সময়ের নিয়মে সময় যাচ্ছে চলে
সকাল গড়িয়ে দুপুর নিকটে এখন
সময় গুলো শুধু ফ্রেমে বন্দী স্মৃতির বেড়াজালে।।
দুপুর পেরিয়ে যাচ্ছে মিছেমিছি প্রেমে
বিকেল টা বয়ে যাবে একাকী একাকী
জীবন ঘড়ি তবুও তো থাকে না থেমে
অবশেষে দেখি ভালো নেই আর রাতের জোনাকি।।