নিজের সাথে নিজেই আমি ছলনা খেলা খেলছি..
অশান্ত রক্তক্ষরণে ভেসে যাচ্ছে আমার বিমূর্ত প্রেম।
আমার ভেতরের বিষাদ গুলি
হাতের মুঠোয় নিয়ে দৌড়াচ্ছে হৃদয়;
তবু আমি নিভে যাওয়া একটা হৃদয় প্রদীপের
সলতেতে তেল মেখে যাচ্ছি অবিরত,
নিঃশব্দে তবু চেষ্টা করে যাচ্ছি খেয়া পারাপারের।।
আরো কিছুদিন বাঁচার আশায়..
আমার মরচে ধরা ধূসর পাণ্ডুলিপির মতো বুকে
জোনাকি পোকার অভিমান ভরা জীবাশ্ম আলো জ্বেলে রেখেছি'
কতকাল ধরে....
জীবন এখন প্রহসনের কাছে বন্দী...
প্রেমিক আছে প্রেমিকা আছে,
শুধু প্রেম নেই আর জীবন তরীতে।।