এত কিছু চায়নি ছেলেটি
রোজ স্টেশনে স্টেশনে কাগজ কুড়ানো
এগারো বছরের ছেলেটি শুনেছিল
মিছিলের শেষে পাবে বিরিয়ানির প্যাকেট
কিছু টাকা কড়ি
নেতার ছবি গলায় লোকটি এসে গল্প শোনালো
মিছিলে সমাবেশে মিলবে অধিকার
বস্ত্রের অধিকার, শিক্ষার অধিকার
আর সুস্বাদু বিরিয়ানির আহার
ছেলেটির স্বপ্ন দেখল আকাশে উড়ছে রাশি রাশি খাবার
সোনার পালক ডানায় ছেলেটি উড়ে
সাথে খাবারের প্রতিবিম্ব হয়ে উড়ে ছেলেটির অন্ধ স্বপ্ন...
মিছিলের শেষে একটি বুলেট এসে
প্ররোচনায় ঢুকে গেল ছেলেটির হৃৎপিণ্ডে,
মুহূর্তে ছেলেটির স্বপ্নের মত মাংসসি বন্ধুক হয়ে গেল
বনমোরগের মাংসে ঝিলিক ঝিলিক বিরিয়ানি।