আজ এই কবিতার আসরে আমার এক বছর পূর্ণ হল, সব জ্ঞানী গুণী কবিদের ভালোবাসা পেয়েছি বলেই আজ আমি এত দূর আসতে পেরেছি। আজ আমি তাই সকল কবি, এডমিন, সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।।
""""""""""""""""""""""""""""""""""""
জানাই সালাম হাজার শত
সবার তরে
আছেন যত জ্ঞানী গুণী
এই আসরে।।
আমি প্রেমিক কবি! আঁকবো নব ছবি
প্রেমের কাব্য কথায়
হৃদয়ের কাছে প্রেম যত আছে
বিলিয়ে দেব সবারে হেথায়।।
চাহে শুধু এই মন হই আপন জন
আছেন যত মোর সুজন ও স্বজন
কথার জাদুতে যেন আদতে
জিততে পারি সবার ই মন।।