আমার উন্মাদ মন, ক্লান্ত উদাসীনতায় ভোগে!
মৃত্যুর পদধ্বনির মাঝেও বুনে স্বপ্নের মায়াজাল...
ইতিহাসের ভিতর ইতিহাস লিখে যেতে চায়,
আকাশের ই ভেতর আকাশ যেমন
লিখে যায় নীলের আখর।।
আমার শরীরে উন্মাদ একটা মন,
বারবার ফিরে যায়...
ফিরে যায় সে হাওয়ার ভেতর,
ফিরে মেঘের ভেতর, বৃষ্টির ভেতর;
অগণন সিঁড়ি ভেঙে ফিরে যায় শূন্যের ভেতর..
মাঝে মাঝে মৃত্যু তরঙ্গের কাছে চিঠি লিখে
মৃত্যুর আগে মৃত্যু কে আলিঙ্গন করে
অনুভব করতে চায় সেই জন্মের সাধ।।