ক্ষুধা ও খরার এই অবেলায়
নিরন্ন মানুষের কাছে
কবিতার মাধুরী কেবল
কটকটে শক্ত বিস্কুট মনে হয়;
মনে হয়, কবিতা একটি
পাতিলের রান্না করা সুস্বাদু খাবার।

মাধবী কিংবা নীলিমা, কিংবা ফুলের নির্যাস
সবি যেন বিষাক্ত গ্যাসের দাবানল.....
দিগন্তের মাধুর্য, গোধূলির আভা
মনে হয় কেবল আগ্নেয়গিরির অগ্নুৎপাত,
প্রেমের পংক্তিগুলি বিষে দহনে ফোটায়
ভাষাহীন মুখে আত্মচিৎকারের প্রতিধ্বনি।।

তবে প্রয়োজন নেই এত আতিশয্য
তারচেয়ে বরং বিনীত বাহুরা একবার ফিরে তাকাক
একবার ফিরে যাক ঘরে
মাটিতে ও শিকড়ে।।  


In this abyss of hunger and drought
- Obiruddha Mahmud
.........................................
In this abyss of hunger and drought
To the Hungry people
Only the sweetness of poetry
It feels like crispy biscuits;
Or flower extract, vernal or tint of blue
omni like Toxic gas fires .....
The sweetness of the horizon, the aura of twilight
It seems to be just a volcanic eruption,
The lines of love burn with poison
Echoes of self-cry in a languageless face.

But there is no need to exaggerate
Rather, the humble arms look back
Let's go back home once
On the ground and roots.