শান্তির স্বার্থেই এসো শান্তিপ্রিয়, জেগে উঠি
ভেতরের পশুটা কে দেই বলিদান
কবিরা লিখুক সম্প্রীতির কাব্য
গায়করা গেয়ে উঠুক সাম্যের গান।।
শান্তির স্বার্থে কিছুটা বদলে যাও বদলে যেতে দাও
শিল্পীরা এঁকে দিক জয়ের উৎসব
লেখকরা লিখুক এবার শান্তি স্তুতি
নদীরা মিশে যাক নদীতে, পাখিরা করুক কলরব।।
শান্তির স্বার্থে জন্মাই এসো মৈত্রী মমতার হাওয়া
শান্তির স্বার্থে রাজারা প্রজাতে মিশুক
প্রজারা গেয়ে উঠুক আমরা সবাই রাজা
শান্তির স্বার্থে মিছিলের শ্লোগান কিছুটা বদল হোক।।
শান্তির স্বার্থে এবার শান্তিপ্রিয়রা আওয়াজ তোলো
শান্তির স্বার্থে কপটচারী নিপাত যাক
শান্তির স্বার্থেই দৃঢ় হোক মৈত্রীর বন্ধন
শান্তির স্বার্থে বিপন্ন মানবতা মুক্তি পাক।।