বৃষ্টিভেজা আষাঢ়ের নেশাতুর এমন ললিত সন্ধ্যায় আমাদেরও কথা হোক
খুলে দেই বুকের ভেতর আঠারো টা জানালা
প্রদীপ জ্বালিয়ে বাঁশ বন থেকে উড়ে আসুক জোনাকি
শরীর জুড়ে ছুটতে থাকুক ভাসমান মেঘ
একরাশ প্রেমের জল তরঙ্গ।
বৃষ্টি ভেজা আষাঢ়ের নেশাতুর এমন ললিত সন্ধ্যায়
আমাকে স্পর্শ করো, নিবিড় স্পর্শ
কোলাহল ভেঙে আমাকে দাও নির্জনতা
আকাশ জুড়ে শুভ্রনীল জলের জাহাজ থেকে ঝরতে থাকুক নক্ষত্রের আলো
শুধু তুমি আমি বসে থাকি মুখোমুখি...
তোমার আমার চোখে চোখে রচিত হোক প্রাগৈতিহাসিক প্রনয়ের ইশতেহার
ঈশ্বরের প্রথম সৃষ্টির মত, সৃষ্টি হোক আরেকটি বিরলতম অপার্থিব প্রেমের কবিতা।।