মায়াবতী, তোমার চোখের তারায় বাঁধা পড়েছিলাম
সেই কবেকার উনত্রিশে ফাল্গুনের দিনে
তোমার কাজল চোখের মায়ায় দেখেছিলাম আগামী
জোছনার নিশিযাপন সকল সত্তার পূর্ণতা
পেয়েছিলাম একটি প্রেম প্রিয়তর স্পর্শ;
তারপর সীমাহীন পথচলা একসাথে
নীল আকাশ যেমন মিশে আছে
সীমাহীন আকাশে বিন্যাসে।।
মায়াবতী, আজ চলে গেছে বহু বছর
প্রেমে-অপ্রেমে, আকাঙ্ক্ষা-অভিমানে, বিরহে-মিলনে
আজও দেখি তোমার চোখে ফুলের নির্যাস
আজও ডাকে আমায় তোমার কপালে নীল টিপ
আমার ভেতর জ্বলে ওঠে তীব্রতর কামাগ্নির প্রিয়তর স্পর্শ।।
মায়াবতী, আমি আছি আমি আছি
আমাকে হারাতে দিলে তুমিও হারাবে নিরবে,
তখন ফুল থেকে ফুলের পাপড়ি খসে যাবে
পাখিরা ডাকবে না আর
তারাগুলো নিভে যাবে চিরতরে
নদীর খেয়ালী স্রোত থেমে গিয়ে উল্টো পথে হাঁটবে।।
মায়াবতী, আমি আছি আমি আছি
আমি থাকবো শতজন্ম এক হয়ে;
মায়াবতী, আমার আর কোন মোহ নেই
আর কোন স্পৃহা নেই তোমাকে ছাড়া।।