এখন অসুস্থ সময়ের স্রোতে গা ভাসিয়ে দিয়ে
চলে যেতে হয় নিরন্তর শূন্যতার পথে পথে
মানবতাবাদী খোলা চোখ
ঢেকে দিতে হয় কালো চশমায়
এখন সময়ের অসুখে সমস্ত কবির রক্ত জমে গেছে
বিপ্লবের পায়ে পড়েছে শিকল
বিদ্রোহের শিখা নিভে গেছে কুয়াশার ধূসর চাদরে
স্বপ্নের পাখায় দাউদাউ করে জ্বলছে আগুন।।
কালো মেঘে ঢেকে গেছে পৃথিবীর বুক
অনিশ্চিত ভবিষ্যতে ভেসে গেছে জয়উল্লাসের ছবি
কৃষ্ণ গহ্বরের গোলক ধাঁধায় আজ মনুষ্যত্ব
অবচেতনে সকল সচেতন প্রাণেরই চিহ্ন
গভীর আঁধারে ডুবে গেছে নক্ষত্রের লাল শিখা;
আজ অনন্ত শিশিরে পুড়ে গেছে সমস্ত শস্যের বীজ
অনন্ত নীল কষ্টের সুরে বিহ্বল সমস্ত পাখিদের সুখ
অনন্ত শূন্যে হারিয়ে গেছে প্রেমের জয়উৎসব।।
তবু আজো আশায় আশায় বেঁচে আছে কিছু গাছ
এবং গভীর আঁধার কেটে কেটে জোনাকির মতো
আজো কয়েকটা কবিতা প্রেমিক উড়ে যাচ্ছে দূরে
সভ্যতার পথে পথে মানবতার আলো জ্বালিয়ে দিতে।।