যদি আমারে ভুইলা যাইতে ইচ্ছা হয়
তাইলে আপনি আমারে ভুইলা যান,
যেমন কইরা মানুষ ভুইলা যায়
রাস্তায় দেহা কোনো অচেনা মুখ,
বাতাসে মিলাইয়া যাওয়া কোনো কথার টুকরা।
ভুইলা যান,
যেমন কইরা সমুদ্র ভুইলা যায় ফেলে আসা ঢেউ;
যেমন কইরা পথিক ভুইলা যায়
ভাঙা ছাতার কথা,
বৃষ্টি থামলে যেটার আর কোনো প্রয়োজন থাকে না।
আপনি যদি পারেন,
আমারে ভুইলা যান,
যেমন কইরা মানুষ ভুইলা যায়
দুঃস্বপ্ন ভরা কোন দুঃসহ স্মৃতির কথা,
বালিতে লেখা নামের মতো-
নাইবা রইলাম কোনো স্মৃতির পাঁজরে!
আমি থাকুম শুধু হাওয়ার মতন,
যারে ধরা যায় না, ছোঁয়া যায় না,
শুধু টের পাওয়া যায় দূর থাইকা।