যদি চাও,
থেকে যেতে পারি, ছুঁয়ে দিতে পারি মন,
যদি বল,
খুঁজে এনে দিতে পারি, রঙধনুর সাত রঙ।
যদি চাও,
হয়ে যেতে পারি, রাত্রির নীরবতা
যদি শোন,
বলে দেবো সব, হৃদয়ের ইতিকথা।
যদি ডাকো,
আসতে পারি রোজ তোমার স্বপনে,
যদি শোন,
মিশে যেতে পারি সেই কোকিলের গানে।
যদি দেখো,
আমি হয়ে যাব, জলরঙ আঁকা ছবি
যদি লিখো
আমি হতেও পারি, তোমার হৃদয় কবি।
যদি প্রেম-
কোনদিন, তোমার হৃদয়ে পরে বাঁধা,
আমি শ্যাম-
হবো তোমার, তুমি হবে আমার রাধা।
যদি পাই গো-
তোমায়, গারো রাত্রে দুজনে প্রেম-কথা কবো,
যদি না পাই,
আর জনমে দুজনাতে হংসমিথুন হবো।
_________√√√_________