তুমি ছুঁয়ে দিলে
আমি স্বপ্নিল
মেঘে মেঘে উড়ে যাই
ডানা মেলা গাঙচিল।।

তুমি ছুঁয়ে দিলে
হৃদয়ের মাঝখানে
নেমে আসা কাশফুল
ছুঁয়ে যায় আনমনে।।