ভীষণ ঝড়ে ঘূর্ণি পাকে জীবন যদি আটকে থাকে একা
বলে রাজার নীতি ভুলে প্রেম প্রীতি বদলাতে ভাগ্য লেখা
বাঁচতে হলে আগে পরে
পা টা দিয়ে অন্যের ঘাড়ে
নিজে বাঁচলে বাপের নাম ভাই, জীবন থেকেই শেখা।।