তুমি কাছে এলে
আদিম পাহাড়ি নদী আমার হৃদয়ে ঢেউ খেলে
জাফরানী ঠোঁট চুপি চুপি কথা কয়
তোমার ষোড়শী যৌবন নেশায় নিশুতি রাত্রি নিঝুম হয়।।
তুমি কাছে এলে
প্রেম ছড়িয়ে যাই তোমার এলো চুলে
আমার উন্মাদ মন মাতাল হয় কস্তুরী ঘ্রাণে
এক পশলা শান্তি যেন খুঁজে পাই উদাসী প্রাণে।।
তুমি কাছে এলে
হৃদয়ের গভীরে প্রেম আবার জেগে উঠে
বুকের বা পাশে চাঁদ জ্বেলে দেয় আলো, ফাগুনে
পিয়ানোর সুরে মহুয়া মাতাল হয় পিয়ালের বনে।।