কবিদের মন খারাপ হলে
পাতায় পাতায় এঁকে যায় সৌখিন দুঃখ;
প্রেমের চিঠি গুলো ঘিয়ে ভাজা পাপড়ের মতো
মচমচে গিলে খেয়ে প্রেমিকার ঠোঁটে খুঁজে নেয়
বর্ণমালার হাহাকার।।
কবিদের মন খারাপ হলে
ফাগুনের আকাশে জমে ঘনঘোর শ্রাবণের অমানিশা
কিংবা আরো নীল বেদনার প্রতিবিম্ব।।
কবিদের মন খারাপ হলে
লংকা কাণ্ড ঘটিয়ে দেয় জীবনের কক্ষপথে
সমস্ত সত্তা জুড়ে ঝড় ওঠে,
স্নিগ্ধ সকালেও খুঁজে বিষন্ন বিকেলের রোদ।।
কবিদের মন খারাপ হলে
নিজের কাছে নিঃস্ব হয়ে দাঁড়ায়
জলে-স্থলে হাওয়ায়, গেঁথে যায় দুঃখের অক্ষর।।
কবিদের মন খারাপ হলে
অপোগণ্ড দেবতার চোখে নামে অশ্রু ধারা
পৃথিবীর সমস্ত শব্দ মালায় বেজে ওঠে বিরহের সুর।।