যদি কখনো তোমার জানালার পাশে ভেসে আসে
গোলাপের সুগন্ধিত মিষ্টি কোন ঘ্রাণ
ভেবে নিও আমি এসেছিলাম তোমার জানালায়
তখন একশ আট টা লাল গোলাপ ফুটে ছিল প্রেমের বাগানে।।
যদি কখনো তোমার কানে
ভেসে আসে পাখিদের সুমধুর গান
ভেবে নিও আমারি কণ্ঠের সুর
ভেসে এসেছিল সেই পাখিদের গানে।।
যদি কোনো নিশীথের স্নিগ্ধ আলো এসে
থেমে যায় তোমারই জানালায়
ভেবে নিও আমি সে চাঁদের বুক জুড়ে
ভাসিয়েছিলাম নীল জ্যোৎস্নার প্লাবন।।
যদি গ্রীষ্মের দুপুরে হঠাৎ
নেমে যায় ঝুমঝুম বৃষ্টি
ভেবে নিও
আমি তোমার জন্য নামিয়েছিলাম অঝোর শ্রাবণ।।
যদি স্নানের পুকুরে হঠাৎ
ভেসে ওঠে কোন চেনা মুখ
ভেবে নিও
আমি এসেছিলাম তোমার সেই মনের গহীনে।।
যদি কখনো ঝিরঝির বাতাসে শিহরিত হয়
তোমার সারা গা
ভেবে নিও সেই বাতাসের সাথে
আমার স্পর্শ তোমায় ছুঁয়ে গেছে, অভিমানে।।