কখনো আমি হারিয়ে গেলে
আমার ঠিকানা খুঁজে নিও
শব্দের বন্ধন কবিতার মায়াজালে।
অথবা নদীর জলে হিজলের ফুলের মতো ভেসে যাওয়া
কিছু পুরোনো অলস স্মৃতির পাতায়।
মায়া নিশীথের নীল নক্ষত্রের আলো
আর মায়াবী জ্যোৎস্নার ভিড়ে
তেতুল চালতা বনে
সোনালী সকালে পাখি ডাকা ভোরে,
আমার ঠিকানা খুঁজে নিও রোদ্দুরে...
মেঘ বালিকা মায়ার রাজ্য সিঁদুর রাঙা বিকেলে
আমার ঠিকানা খুঁজে নিও সাত সমুদ্রের পাড়ে
দিগন্তের ছেঁড়া মেঘের মিছিলে।
বালিকার এলো চুলের মতন
হৃদয় ছুঁয়ে যাওয়া কাশবন
হলুদ সবুজ ধান ক্ষেতে বাতাসের ঢেউয়ে...

আমার ঠিকানা খুঁজে নিও কার্তিকের জ্যোৎস্নাতে
এইসব মেঘে, ঘাসফুল, নদী-বন-ধানক্ষেতে।।