যদি একবার তোমার ভালোবাসা পেতাম
আমার এই বোহেমিয়ান জীবনটা পাল্টে নিতাম
তোমার বুকের মাংসল মাটিতে ফোটাতাম
প্রেমের গোলাপ কলি...
যদি একবার তোমার ভালোবাসা পেতাম
তোমাকে বনলতা করে জীবনানন্দ হতাম..
বনহংস হয়ে তোমার বনহংসী মনের সাথে
উড়ে যেতাম ব্রহ্মপুত্র নদীটির তীরে,
হিজলের ঝোপে বসে তোমার শরীরে
এঁকে দিতাম জলের কোমলতা..