লিখবো না আমি আর হৃদয়ের অনুযোগ
শূন্যই থাকুক কবিতার রাফখাতা
আমিও এখন ভীষণ রকম চুপ
রাত নামলেই ভিজে আসে চোখের পাতা।।
কবিতায় চলেন যে আর প্রতিবাদ, সম্প্রীতি
কবিতা শুনে না আর আকাশ মাটি জলও
জোর যার মুল্লুক তার চলছে এই নীতি
কবিতা তুমি না হয় ফুলের কথাই বলো!!
যে ফুল তোমাকে কবিতায় বেসেছিল ভালো
সময়ের স্রোতে সেও তোমার আর নয়
জীবনানন্দ হয়ে পাবেনা খুঁজে আর বনলতা
নীড়ের মত চোখ তুলে খুঁজে না আর পরিচয়।।
তাই লিখবো না আমি আর কোনও সংলাপ
কবিতা তোমায় দিলাম আজকে ছুটি
কবিতা কি মুছে দিতে জানে বিগত জন্মের পাপ
কবিতা কি পারবে ঠেকাতে ন্যায়ের বিচ্যুতি?