নীলান্তিকা,
তোমার মতন অতটা বাসতে ভালো
আমি পারবো না কোনদিন
আমার হৃদয় আজ যেন বিবর্ণ চালের মত
স্বার্থপর জঘন্য, পাপিষ্ঠ, ভালোবাসা হীন
তুমি তো জেনেই গেছো
কোনদিন কোমলতা নরম ফুলের ঘ্রাণ ছিল না আমার
আমি মন্বন্তর মারি, নষ্ট শ্যাওলা জলের নদী
যেমন ইচ্ছা আমাকে জানিও ধিক্কার।
হেমন্তে হলুদ পাতা যেরকম ঝরে যায়
আমি ঝরে যাবো একদিন;
যত পারো ব্যথা দাও, আমি আজ নিস্তব্ধ পাহাড়...
আমার চোখে অঝোরে ঝরুক জল, ঝর্ণার
তবু আমি প্রেমিক হবো না কারো আর।।