জিততে জিততে তবু আমি হেরে যাই
আমি হেরে গিয়ে শুধু তোমাকে জেতাই,
এ যেন কী এক অদ্ভুত মায়ার খেলা!
যে খেলে কেবল সেই জানে
কাচা সোনা হয় খাঁটি কতটা দহনে
কতটা হাওয়ায় খুলে যায় দক্ষিণের জানালা।
এই হার-জিতের খেলায় দিন দিন
হৃদয়ে হৃদয়ে বাড়ে প্রেমেরই ঋণ,
হারতে হারতে যখন আর হারার কিছু নাই
হেরে গিয়েও তখন আমি জিতে যাই...
হেরে গিয়েও জিতে যাই তখন হৃদয়ের আঁচে
এভাবেই তো চিরদিন ভালোবাসা বাঁচে।।