আমি প্রতিবাদ করিনি কখনোই
পতাকা কপালে বেঁধে যাইনি কখনো মিছিলে,
কোনো শ্লোগানে জ্বলে ওঠেনি আমার গলা,
মানব বন্ধনের কোলাহলে নেই আমার উপস্থিতি।
কেননা, সত্যি বলতে,
আমার কোনো অভিযোগ নেই,
অথবা
হয়তো আমি প্রতিবাদ করতেই ভয় পাই।
এই যে এক নদী শুকিয়ে গেল,
কিংবা কেউ বালু দিয়ে তার বুক চেপে ধরল,
কেউ কেউ তার ছবি তুলে বলল,
"বাঁচাও নদী, বাঁচাও প্রাণ।"
এই যে এত গাছ কাটা হলো,
সমস্ত বন উজাড় হলো কারও লোভে,
কেউ কেউ কবিতায় জুড়ল বেদনা।
আমি দেখলাম
শুধু দেখলাম
চুপচাপ।
এই যে প্যালেস্টাইনে বোমা ফেলল,
কত মানুষ মরল, কত শিশু ঘুমিয়ে গেল চিরতরে।
কেউ হয়তো কফির কাপে চুমুক দিয়ে বলল,
"খুব দুঃখজনক, এভাবে চলতে পারে না।"
আমি দেখলাম
শুধু দেখলাম।
এই যে কেউ ক্ষমতায় বসল,
জনতার নামে বানাল হাজার নীতি,
তারপর সেই জনতার ই ঘামে
গড়ল তার স্বপ্নপুরী।
শুধু জনতার চিৎকার চাপা পড়ল
তাদের বিজয়ের উল্লাসে।
কেউ কেউ সীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসে
লোক দেখানো অভিযোগের আঙুল তুললো।
কিন্তু আমার কোনো অভিযোগ নেই, দাবি নেই।
আচ্ছা ঠিক কার কাছে অভিযোগ করব, বলুন তো?
অভিযোগ করলে যারা শোনে,
তাদের কানে থাকে স্বার্থের তুলো।
তবে হ্যাঁ,
আমার একটা ছোট্ট দাবি আছে,
আমার মায়ের আঁচলের কোণে যে আদর মেশানো প্রশান্তি,
ওখানেই আমার সমস্ত দাবি,
ওখানেই আমার পৃথিবী;
কেবল ওখানেই যে আমার
সমস্ত দাবি পূর্ণতা পায়।
_________√√√_________