আমি আর মিছে অপেক্ষা করি না
জানি!
সাজানো সংসার, মিছে মায়ার বাগান
কিংবা আলোর ঝিকিমিকি স্বর্ণ মহল ছেড়ে
ফিরে আসার মত বোকা সে নয়
কোন দিন ছিলও না।।

আমি আর মিছে অপেক্ষা করি না
জানি!
আমার এই শ্রাবনসন্ধ্যা একাকীই কেটে যাবে
এই মায়াবী সন্ধ্যার এই বৃষ্টি ভেজা রাতে
আমার সঙ্গী হবে রাত জাগা কোন এক লক্ষীপেঁচা
অথবা দূরের কোন বনে সাথী হারা একাকী কোন শিয়ালের কান্না,
মিট মিটি আলো জ্বালা কিছু জোনাকি।।

আমি আর মিছে অপেক্ষা করি না
জানি!
এ জন্ম গিয়েছে আরেক জন্ম যাবে
তবুও আমার প্রেমের কবিতাগুলো নিভৃতেই ঝরে যাবে
তবুও বসন্ত আসবে না ফিরে আর
তবুও কেটে যাবে অবহেলায়, একাকী জীবন।।