উৎসব শেষে ফেরার পথে
ইজিবাইকে দুজনে মুখোমুখি বসা
আড়চোখে তাকানো
মাঝে মাঝে চোখাচোখি, চোখে চোখে কথা....
সেই প্রথম দেখার ক্ষণ ছাড়া
আমার আর কিছু মনে পড়ে না।।
মেইন রোডের পাশে একটা অর্ধ দেয়ালের বাড়ি
দুই কামরার মাঝে দাঁড়িয়ে কেউ একজন পেছন ফিরে ছোট্ট একটা কাগজের টুকরো হাতে ধরিয়ে দিয়ে
মিষ্টি করে হেসে বলেছিল আবার আসবেন,
সেই গালে টুপ পরা মন ভুলানো হাসির দৃশ্য ছাড়া
আমার আর কিছু মনে পড়ে না।।
ব্রম্মপুত্রের বালুকাময় তীরে
ঠাণ্ডা জলে পা ভিজিয়ে
কেউ একজন হাতে হাত ধরে হেঁটে ছিল
সেই প্রথম স্পর্শের অনুভূতি ছাড়া
আমার আর কিছু মনে পড়ে না।।
নজরুল বিশ্ববিদ্যালয়ের পহেলা বৈশাখ
লাল কৃষ্ণচূড়া গাছের তলায় বসে
কেউ একজন বলেছিল
একদিন পাখি হয়ে দুজনে একডালে বাসা বাঁধবে
সেই কল্পনার পাখি ছাড়া
আমার আর কিছু মনে পড়ে না।।