আমি হাঁটতে পারি না
আমার পা গুলো বেঁধে রেখেছ  শিকলে  
হাটতে গেলেই শিকলের ঝন ঝন শব্দে
তোমার কুকুরগুলো ঘেউ ঘেউ করে ওঠে।
আমার হাত গুলোও রগ কাটা
রগ কাটা হাত আর উদ্যত হয় না শ্লোগানে।
চারদিকে শিকল ভাঙ্গার গান  
কিন্তু সেই সব আওয়াজ পৌঁছায় না আমার কর্ণকুহরে
আমার কানের পর্দা গুলি ঢাকা পড়ে গেছে
অভিশপ্ত কান কথার আড়ালে
আমার নাসিকার ইন্দ্রিয় গুলো হয়ে গেছে ঘ্রাণ হীন
আমার মুখেও আজ কুলুপ আঁটা
কথার পিঠে কথা আর বলতে পারেনা প্রতিবাদী কণ্ঠস্বর
আমার উন্নত মস্তক আজ অবনত হয়ে পড়ে আছে
আমার আপাদমস্তক আজ তোমার অনুগত কঙ্কাল...
তবুও জানো তো!
গাছ কেটে ফেলার পর শিকড় থেকেও গাছ জন্মায়,
সেই গাছ একদিন হয়তো মহিরুহ হয়ে দাঁড়াবে তোমার সামনে।।