আমি সেই
যার হারাবার কিছু নেই;
মানুষের থেকে দূরে
বহু দূরের নির্জন তেপান্তরে...
আমি সেই
শিমুল ফলের গর্ভ ছিঁড়ে উড়ছি বাতাসেই!