তুমি পারবে না;
শুনেও এতটা পথ হেঁটে এসেছি
ফাস্ট বেঞ্চে উজ্জ্বল সন্তান
আমি লাস্ট বেঞ্চ
তবুও শিকায় তোলা স্বপ্নেরা মাথা ঝাড়া দিলে
আমি উন্মাদ হয়ে যাই।
শূন্য হলঘর-ধুলো ঝড়, আঁধারের অভিশাপ
পুলক পূর্ণিমা হীন পথে দিক হারাই
তবু পথ চলি
গলাধঃকরণ করি হৃদয়ের বিষ
ক্ষমা করবেন কমরেডস,
আমি উন্মাদ অহর্নিশ।
ক্ষমা করবেন কমরেডস,
তোমার হবে না; শুনেও স্বপ্নের ভিতরে আশ্রয় খুঁজি
এত নির্জনতা, নির্মম নিঃসঙ্গতা
আত্মার অন্ধকারে ক্ষুধিত জানোয়ার
দীর্ঘশ্বাস বুকে ভীতুদের হাহাকার, শুনেও
বেকুব আমি, পা বাড়াই অজানার পথে....
অবলীলায় পান করি রক্তের বিষ
ক্ষমা করবেন কমরেডস,
আমি উন্মাদ অহর্নিশ।।
( এমন অনেকে সতীর্থ থাকবে যে আপনার এগিয়ে যাওয়ার পথ আটকে দিয়ে বলবে তুমি পারবে না, তোমার হবে না, তুমি হারিয়ে যাবে অজানায় অতলে, তুমি ফিরে এসো।। তবুও আপনার সতীর্থকে "ক্ষমা করবেন কমরেডস" বলেই আপনাকে এগিয়ে যেতে হবে আপনার স্বপ্নকে পুঁজি করে গন্তব্যের দিকে।। )