আমি দিন দিন তোমার প্রেমে পড়ে যাচ্ছি
আসলে প্রেমে পড়া বড় কথা নয়
আমি তো বারবার তোমার প্রেমে পড়ি
প্রেমে পড়ি খুব সকালে তোমার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে
তোমার হেঁটে চলার ছন্দ যখন আমার মনেও দোল দেয়
অথবা রসুইঘরে তুমি যখন পুরা দুস্তর সংসারী একটা রমণী
আর তোমার নাকের ডগায় জমে বিন্দু বিন্দু ঘাম
কিংবা ঠিক দুপুর বেলায় যখন স্নান শেষে ভেজা চুলে এসে দাঁড়াও আমার সামনে
আর রাত দুপুরে ঘুমঘোরে যখন তোমার স্পর্শে জেগে উঠে তোমার চুলের ঘ্রাণে মাতোয়ারা হই
আমি প্রেমে পড়ি,
বারবার তোমার প্রেমে পড়ি;
আমিতো অহরহ প্রেমে পড়ি,
প্রেম যেন এক বিষম অসুখ আমার, তাই
যতবার দেখি ঠিক ততবারই তোমার প্রেমে পড়ে যাই।।