তোমার প্রেমে মাতাল আমি
জানে আমার অন্তর্যামী
মন পিঞ্জরায় তোমার ছবি
ভাসে অনুরাগে।
তোমার কথা মনে হলেই
চোখে আমার স্বপ্ন দোলে
তোমার প্রেমের গোলাপ কলি
ফুটে হৃদয় বাগে।
ঝড়ের আঘাত আসলে পরে
জড়িয়ে রাখো বাহু ডোরে
তোমার কোমল হাতের পরশ
যেন অশ্রু মুছে আগে।