আমি ফিরে এসেছি কুসুম
তোমার প্রেম আমায় বৈরাগী হতে দেয়নি;
বুজলে কুসুম!
এবার ফাল্গুনে তুমি লাল শাড়িটা পড়বে
গোলাপের পাপড়ির মতো লাল,
আর আমি হলুদ গাঁদার মত হলুদ পাঞ্জাবি...
তারপর ফাল্গুনী জ্যোৎস্নায় হাঁটু গেড়ে বসে
আমার সকল পাপ, পরাজয়
গচ্ছিত রাখব তোমার হৃদয়ের কাছে।

আমি ফিরে এসেছি কুসুম
তোমার মায়া আমাকে বৈরাগী হতে দেয়নি;
এবার বৈশাখে আমরা রমনা বটমূলে যাব
গান গাইবো, হু হু করে হাসবো
বৈশাখী মেলায়, নাগরদোলায় দুলবো দুজন
তারপর
তোমার চুলের খোপায় বেলি ফুলের মালা দেবো
আমি তোমার হাতের চুড়ির ঋণিক ঝিনিক বাজনা হব।

আমি ফিরে এসেছি কুসুম
তোমার মায়া আমাকে বৈরাগী হতে দেয়নি;
এবার বর্ষায় নতুন ছাতা টার নিচে
কাটিয়ে দেবো সমস্ত বৃষ্টি প্রহর
মাঝে মাঝে ভিজব দুজন
পেখম মেলা ময়ূর ময়ূরীর মত
যেমন ভিজে জবুথবু হয়
অরণ্যের অন্ধকারে দুটি আদিম বনের পাখি।

আমি ফিরে এসেছি কুসুম
তোমার প্রেম আমাকে বৈরাগী হতে দেয়নি;
কুসুম এবার শীতে দুজনে একই চাদরে
জোড়ায় হাঁটবো সন্ধ্যা নদীটির তীরে
শিশিরে ভেজাব পা
অবশেষে
বনলতার মত খুঁজে নেব তোমায়,
আমি পলাতক প্রেমিক
মহুয়া মায়ার উন্মাদ ভিখারি আমি
গুপ্তঘাতক কিংবা প্রেমিক দস্যুর মত
আকন্ঠ তৃষ্ণায় ডুবে পান করবো তোমার গোপন প্রেম  
কন্ঠের নিচে অতৃপ্ত সকল বাসনা।