আমার হৃদয় আজ ভীষনই তৃষ্ণায় কাতর
যদিও আমার শহরে কেবলই জলের ধারা
কেবলই বৃষ্টি স্নাত রোদ ভেসে যায়;
যদিও আমি সহস্র শতাব্দী ধরেই
রোদ্দুরে নেয়েছি আর বৃষ্টিতে ভিজেছি
তবু আমার হৃদয় জুড়ে
আজো তৃষ্ণা বাসা বাঁধে।।
আমার হৃদয়ে আজও যেন আঁধার
যদিও প্রখর সূর্য দীপ্ত আলোক রশ্মি
আমার সারা শহর জুড়ে
যদিও মশাল জ্বেলে রাখে জোনাকিরা,
যদিও নতুন সূর্য ওঠে রোজ রোজ
আমার চিলেকোঠায়
আমার সম্পূর্ণ রৌদ্রাভ আকাশ জুড়ে,
তবুও আঁধার গলি পথে
আজো যেন পড়ে আছে আমার হৃদয়।।