কতটা পথ পেরোলে বন্ধু হওয়া যায়,
কতটা সময় সাথে চললে হৃদয় ছোঁয়া যায়..
যে পাখিটা পাড়ি দিল
হাজার কিলোমিটার পথ
সেই কেবল জানে, বন্ধুর মানে,
কতটা ত্যাগ কতটা সাধনায়
জায়গা করে নিতে হয় হৃদয়ের কোনে।।
তুমি-আমি কেবলি স্বার্থের পথে হাঁটি
কে আছে স্বার্থের ঊর্ধ্বে বন্ধু, খাঁটি?
স্বার্থ ফুরলে সবাই পথ বদলায়
রঙ বদলায় গিরগিটি,
খুঁজে নেয় নতুন ঠিকানা নতুন পরিচয়
আসলে বন্ধু কেউই নয়!
শুধু সময়ের রঙ বদলায় আপন সময়।।
হৃদয়ের কত রক্ত ঝরালে তবে মানুষ চেনা যায়?
কতটা পথ পেরোলে তবে বন্ধু হওয়া যায়?
(খবর :- প্রায় ৮ হাজার কিলোমিটার সমুদ্র পথ পাড়ি দিয়ে একটি পেঙ্গুইন দেখা করতে এল এক বৃদ্ধের সঙ্গে। যে বৃদ্ধ একদিন প্রাণ বাঁচিয়েছিল এই মৃত প্রায় পেঙ্গুইনটির। মানুষ না পারলেও সেই পেঙ্গুইন পেরেছে বন্ধুত্বের দাম দিতে।।)