জীবনের অলি গলি পেরিয়ে
মায়ার বাঁধনে জড়িয়ে গেছে প্রতিটি সময়,
কোজাগরী জ্যোৎস্নায় যতদূর চোখ যায়,
জাদুকাটা নদী যেমন চিকচিক করে
তেমনি বুকের ভেতর খেলা করে হাজার স্বপন
হৃদয় জুড়ে উঁকি দেয় পূর্ণিমা চাঁদ...
তবু স্বপ্ন ভাঙ্গে,
কুয়াশার চাদরে ঢেকে যায় মেঘের বিষাদ।
জীবনের বাঁকে সময়ের আয়ু মেপে
দিগন্তে বয়ে চলে পালতোলা নৌকো,
একটু একটু করে একদিন হারিয়ে যাবে অজানায়...
যোগ বিয়োগের বেসামাল মন,
জানিনা আজও কেমন আছি নিজে!
জীবনের বয়ে চলা নদীতে
ঐ যে দূরে যে নৌকাটি হারালো আজ,
সেও কি একদিন ফিরবে জ্বালিয়ে বাতি?
এতো দিন পরে নিজের কাছে নিজেই জানতে চাওয়া,
কেমন আছি আমি?