রাতের স্তব্ধতায় থেমে যায় সকল আয়োজন
শুনশান নীরবতায় থেমে যায় কোলাহল
অথচ
একটি পার্কের প্রতিটি বেঞ্চিতে জন্ম হয় কত প্রতিশ্রুতির
অনুভূতির পায়ে হেঁটে জন্ম হয় কত কোটি স্বপ্নের
আঙুলে আঙ্গুল ছুঁয়ে দোল খায় শিশির স্নাত কত হৃদয়
অতঃপর
স্বার্থপর কত প্রতিশ্রুতির মৃত্যু হয়
অগণিত শোকের মিছিলে...
আমি রাতের পাখি,
শুনশান নির্জীবতায় কোলাহল থেমে গেলে
কান্না কিনি সেই পার্কের প্রতিটি বেঞ্চিতে জমে থাকা অশ্রুর ফোঁটা।।