কবিতাঃ- হারিয়ে যাওয়া সকাল
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ২৭/০৭/২০
””””””””””””””””””””””””””
প্রতিটা দুপুরে আমি
সকাল টা হারিয়ে যাওয়ার দুঃখে নিমজ্জিত হই
আহা আমার সকাল!
স্নিগ্ধ ফুরফুরে হাওয়া,
টুনটুনির কিচিরমিচির আর দোয়েলের শিষ
ভীষণই মিস করি আমি;
হায় সকাল আমার!
শিশির বিন্দুতে ঝলমলে
হীরক চূর্ণ সকাল আমার,
আমি বড় ক্লান্ত, বড় কষ্টে ক্লান্ত আমি..
আজ আমার এই আত্মায় মিশে গেছে
দুপুরের কাঠ ফাটা রোদ
আমার সেই ভ্রম লেগে যাওয়া চোখে
ঘুম লেগে থাকে সর্বক্ষণ,
এখন শুধু মুদ্রার মতো জ্বলজ্বলে সূর্য অগ্নি
আমার চোখ জ্বালিয়ে দেয়।।