পুরাতন তুমি নিয়ে যাও যত ক্লান্তি দুঃখ ঝরা
নতুন দিনের নতুন স্বপ্ন পাখা মেলে উড়োক
নতুন সুরে নতুন গানে নতুন আশা জাগুক প্রাণে,
বেদনা গুলো হারিয়ে গিয়ে ভালোবাসা ঝরুক।
ভুল যত ছিল শুধরে নিয়েছি আজ
নতুনের ছোঁয়ায় দূর হবেই দুঃখ, ব্যথা-ভার
বাইশ তোমায় জানাই বিদায় তেইশে রেখে পা
পাখির ডানায় লিখে দিলাম হ্যাপি নিউ ইয়ার।