"""""""""""""""""""""""""""
প্রেমের ছলনায় জীবন হ্যাংওভার
প্রজাপতির সীমানায় কাঁটাতার,
জীবনের শিল্পে অহর্নিশ
কুহক ঢেলে যায় লাল-নীল বিষ।।

রক্ত স্বল্পতায় ভুগছে প্রেমিক মন
সভ্যতার বেপরোয়ায় উজাড়, প্রেমের বন
দুর্দিনে কাব্যের হাহাকার....
রন্ধ্রে রন্ধ্রে পুড়িয়ে সব ছারখার।।