হা আমি সেই পুরুষ
ন্যায্য দাবির বিপরীতে
প্রথম মৃত্যুর পরোয়ানা পাওয়া
আমিই সেই অগ্নি-বারুদ!
আমাকে শেষবার দেখার পর
পেরিয়ে গেছে তিপ্পান্ন বছর।
পূর্ব জন্মে পাক হানাদার হতে মুক্তির ইশতেহারে
আমি ছিলাম সেই প্রধান পুরোহিত
তারও আগে যখন স্বাধীন ছিল ভারত ভূমি,
আমিই ছিলাম সেই স্বদেশ কাণ্ডারি;
তোমরা শুধু চিনতে পারোনি আমাকে!
আমিই সেই পুরুষ, উন্মাদ কিংবা অকুতোভয়-মৃত্যুঞ্জয়ী;
মানবতা যখন লুণ্ঠন হয়ে যায় জান্তব জিম্মায়
তখনই জন্মাই আমি,
প্রতিটি সাম্যের সংগ্রামে জন্মাই আমি
প্রতিটি শ্লোগানে অগ্নি শিখায় জন্মাই আমি
প্রতিটি তারুণ্যের রক্ত কণিকায় জন্মাই আমি...
আমার করোটি জুড়েই অগ্নি-বারুদ
আমাকে কতবার মৃত্যু দেবে তোমরা?
সহস্রবার মৃত্যুর পরেও আমি
জন্মাবো আরও সহস্রবার।