সবার ভেতরেই একটা আকাশ থাকে
ঝলমলে উজ্জ্বল একটা নির্মল আকাশ
একটা সময়ের পর
সেই আকাশের ভেতর অনেক আকাশ ঢুকে পড়ে
আকাশে সূর্য উঠে, পাখি উড়ে, প্রজাপতি উড়ে
অতঃপর আকাশে মেঘ করে
ঝড় উঠে, ভীষণ রকম ঝড়!
কালো আঁধার করা সেই ঝড়ে বিকট এক শব্দে
অপ্রত্যাশিত আকাশ টা ভেঙে পড়ে মাটিতে...
হঠাৎ ঘুম ভেঙে গেলে ইরেজারে মুছে যাবে একাকীত্ব
দক্ষিনের জানালায় এলোমেলো হাওয়া
একটা সবুজ তিতির পাখি মরে পড়ে আছে ভাগাড়ে
আর একটা সাদা কাক উড়ে যাচ্ছে পূর্ব থেকে পশ্চিমে।।