কত কথাই জমা আছে বুকে
লিখতে গেলেই ফুরিয়ে যায় কালি
সখী আমার তুমি ছিলে রাধা
আমি ছিলাম তোমার বনমালী।।

ছিলাম দুজন হংসমিথুন যেমন
ঘর বেঁধে রয় সন্ধ্যা নদীর কূলে
মোহন বাঁশির জাদু সুরের মায়া
টানে যেমন তমাল তরু মূলে।।

সে সব কথা এখন বেশ পুরানো
সুখের বাসা ভাঙলো ভীষণ ঝড়ে!
বুকের কথা বুকেই থাকুক জমা
কি হবে আর এখন মনে করে?

কথা দিলাম ওগো আলোকলতা
পরের জন্মে পুষিয়ে দেবো সবি
তুমি হবে আমার কাব্য কথা
আমি হব তোমার হৃদয় কবি।।