ব্যথিত হইও না কুসুম,
চলে যাচ্ছি তবুও যাচ্ছি না
এ যাওয়া শেষ যাওয়া নয় তো
যেতে যেতে আবার দেখা হবে হয়তো
রোদ্দুরে উড়ে যাওয়া কোন এক
সোনালী ডানার চিলের মতোই
আমি তো এক ধুলো ঝড়ের উড়ু চিঠি...
মাঝে মাঝে চলে যেতে হয়
চলে যেতে হয় ইচ্ছের বিরুদ্ধে
চলে যেতে হয় গোলাপের মতো স্মৃতিকে মাড়িয়ে
ক্ষতবিক্ষত হৃদয়ে নিজেকে হারিয়ে
স্পর্শ হতে দূরে
মায়া হতে দূরে
ঘ্রাণ হতে দূরে
চেনা মানুষ, চেনা জীবন
ধ্রুপদী বিষন্নতা নিয়ে পেছনে ফেলে চেনা মুখ;
ব্যথিত হইও না কুসুম,
কখনো কখনও চলে যেতেই হয়
চলে যাওয়াই যে পৃথিবীর নিয়ম
থেকে যাওয়া সেখানে মরীচিকা ময়।