লাল মেঘ, কাল্ ঝড় দুর্ভিক্ষের ই শৃঙ্গার
ফোঁটা ফোঁটা রক্ত পুঁজে, দুঃস্বপ্নের অভিসার
মন্দা লুকায় বুক পকেটে, নিরুদ্দেশে অতন্দ্রি
ভুখা পেটে ফুটো থালা, কেঁদে কেঁদে চক্ষু ভার।।

আমাদের হাড়ি নেই আমাদের বাড়ি নেই
যে দিক তাকাই ধু-ধু দূর্বাঘাস
ক্ষ্যাপাটে সময় এখন চারদিকে সন্ত্রস্তন
দিয়ে যায় বৈরী হাওয়ার পূর্বাভাস।।